বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

৫ গোল খাওয়া দলের কাছে থামল বার্সেলোনার বিজয় রথ

৫ গোল খাওয়া দলের কাছে থামল বার্সেলোনার বিজয় রথ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Barcelonas-Five-Match.jpg
স্প্যানিশ লিগে মঙ্গলবার মায়োর্কার বিপক্ষে ২-২ গোলে ড্র করে পাঁচ ম্যাচের জয়ের ধারা শেষ করল বার্সেলোনা। পয়েন্ট বাঁচাতে ম্যাচে পরপর দুবার সমতা ফিরিয়েছিল বার্সেলোনা। গেতাফেতে ড্র করে শুরু করার পর টানা পাঁচ ম্যাচে জিতেছিল তারা। গত মঙ্গলবার অ্যান্টওয়ার্পের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচেও জিতেছিল বার্সেলোনা। এই ম্যাচে পয়েন্ট হারানোর ফলে মিডউইকের বাকি ম্যাচগুলো খেলা সমীকরণ বদল করতে পারে। পয়েন্ট টেবিলে চাপে পড়তে পারে কাতালান ক্লাবটি। জিরোনা এক পয়েন্ট এবং রিয়াল মাদ্রিদ মাত্র দুই পয়েন্টের ব্যবধানে রয়েছে এই মুর্হুতে। জিরোনা বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে, আর মাদ্রিদ খেলতে নামবে লাস পালমাসের বিরুদ্ধে। বার্সেলোনা কোচ জাভি বলেছে ন, “রক্ষণাত্মক ভুলের পর আমরা দুটি […]


আরও পড়ুন ৫ গোল খাওয়া দলের কাছে থামল বার্সেলোনার বিজয় রথ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম