Bright Enobakhare: ফের জল্পনা বাড়ালেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ব্রাইট
Bright Enobakhare: ফের জল্পনা বাড়ালেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ব্রাইট
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Bright-Enobakhare.jpg
ফের ভারতীয় ফুটবল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করলেন ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। নতুন করে ইস্টবেঙ্গল সমর্থকদের আলোচনায় প্রবেশ করেছেন তিনি। ইস্টবেঙ্গল সমর্থক এবং ফ্যান গ্রুপের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে ব্রাইটের স্টোরি। ব্রাইটকে আবার নিয়ে আসা হোক, এমন দাবি ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা প্রায়ই তুলে থাকেন। ২০২১ মরসুমে লাল হলুদ শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যে কটা ম্যাচ খেলেছিলেন সে ক’টা ম্যাচ বা মুহূর্ত এখনও ভুলতে পারছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। ব্রাইটের সেই দৌড়, প্রতিপক্ষের ফুটবলারদের ড্রিবল করে গোল, এখনও যেন চোখের সামনে দেখতে পান লাল হলুদ সমর্থকরা। সম্প্রতি অতীতে ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে নামা অন্যতম সেরা স্কিলফুল ফুটবলার এই ব্রাইট এনোবাখারে। #BrightEnobakhare […]
আরও পড়ুন Bright Enobakhare: ফের জল্পনা বাড়ালেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ব্রাইট
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম