বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

Hanging Shop: ভয়াবহ খাদের গায়ে সস্তার ঝুলন্ত দোকান, কিছু কিনবেন?

Hanging Shop: ভয়াবহ খাদের গায়ে সস্তার ঝুলন্ত দোকান, কিছু কিনবেন?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/China.jpg
খাড়া পাহাড়ে ধরে দাঁড়ানোর মতো এক ইঞ্চিও সমতল জায়গা নেই। সেই দুর্গম স্থানে খোলা হয়েছে দোকান। মাটি থেকে ৪০০ ফুট উঁচুতে কাঠের একটি দোকান, সেই ঝুলন্ত দোকানে (hanging shop) পাওয়া যায় স্ন্যাক্স থেকে শুরু করে টুকটাক খাবার, পানীয়। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই দোকান চিনের হুনান প্রদেশের সিনিউঝাই জিওলজিক্যাল পার্কে। ২০১৮ সালে খোলা হয় এই দোকানটি। কীভাবে এই দোকানে জিনিস আসে? কেই বা এই দোকানের ক্রেতা? মূলত পর্বতারোহণকারীদের জন্য এই দোকান খোলা হয়েছে। পাহাড় চড়তে যারা ভালোবাসেন, তাদের বিশ্রাম ও খাদ্য পানীয় তেষ্টা মেটাতে সাহায্য করে এই দোকান। দোকানটিতে পাবেন খাবার সহ রকমারি পানীয়। এই দোকান থেকে জিনিস কিনতে […]


আরও পড়ুন Hanging Shop: ভয়াবহ খাদের গায়ে সস্তার ঝুলন্ত দোকান, কিছু কিনবেন?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম