মার্কশিট জালিয়াতির অভিযোগে আটক সংঘ সেবক
মার্কশিট জালিয়াতির অভিযোগে আটক সংঘ সেবক
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Assam-Marksheet-Scam.jpg
রেজাল্ট খারাপ! চিন্তা নেই। টাকা দিলেই বাড়বে নম্বর। এভাবেই মার্কশিট জালিয়াতি ( Marksheet Scam) চলছিল অসমের একাংশে। সেই ঘটনায় এবার আটক আরএসএসের এক নেতা। ধৃতের নাম শিবতোষ মাহাতো। অসমের ধুবরির বাসিন্দা। সংঘের পদস্থ কর্তা এবং ধুবরি আইন কলেজের কম্পিউটারের অধ্যাপক। কম্পিউটারে তৈরি মার্কশিটেই জালিয়াতির অভিযোগে সরগরম অসম। শুক্রবার বিকেলে সংঘ সেবক শিবতোষকে আটক করে বরপেটার পুলিশ। পুলিশের দাবি, গণেশলাল চৌধুরী কলেজের ঘটনার সঙ্গেও শিবতোষ জড়িত। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই কলেজে মার্কশিট জালিয়াতির অভিযোগ উঠেছে। তার তদন্ত করছে সিআইডি। টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের মার্কশিটের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে গণেশলাল চৌধুরী কলেজে। প্রথমে আজিজুল হক নামের এক ছাত্রের মার্কশিটে নম্বরে […]
আরও পড়ুন মার্কশিট জালিয়াতির অভিযোগে আটক সংঘ সেবক
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম