শুক্রবার, ২৮ জুন, ২০২৪

Brendan Hamill: হ্যামিলের পরিবর্তে কাকে দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে

Brendan Hamill: হ্যামিলের পরিবর্তে কাকে দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Who-Will-Replace-Brendan-Hamill-in-the-Mohun-Bagan.jpg
ঘন্টাকয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে ব্র্যান্ডন হ্যামিলের (Brendan Hamill) রিলিজের কথা জানিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। একটা সময় দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে বিবেচিত হলেও, গত ফুটবল মরশুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অস্ট্রেলিয়ান ফুটবলার। হাতে গোনা কয়েকটি ম্যাচেই তাকে মাঠে নামিয়েছিলেন বাগান কোচ। কিন্তু সেখানেও হতাশ করেছেন সকলকে। স্বাভাবিকভাবেই নতুন মরশুমে তিনি যে আর দলে থাকবেন না তার আভাস মিলেছিল অনেক আগে থেকেই। সেটাই হয়েছে এবার। আরও পড়ুন:  কিন্তু তার পরিবর্তে কে আসতে পারেন সবুজ-মেরুন শিবিরে? এক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে একাধিক বিদেশী ফুটবলারের নাম। যাদের মধ্যে রয়েছে আলবার্তো রদ্রিগেজের পাশাপাশি ড্যানি বাথের মতো হাইপ্রোফাইল নাম। যতদূর জানা […]


আরও পড়ুন Brendan Hamill: হ্যামিলের পরিবর্তে কাকে দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম