শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

Su-30MKI ফাইটার জেট হয়ে উঠবে সুপার সুখোই, বায়ু সেনার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে

Su-30MKI ফাইটার জেট হয়ে উঠবে সুপার সুখোই, বায়ু সেনার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/fighter-jet.jpg
Indian Air Force: বর্তমানে ভারতের এমন অত্যাধুনিক বিমান দরকার, যা বিমান বাহিনীর শক্তি বাড়াতে পারে। এই দিকে, ‘সুপার সুখোই’ প্রোগ্রাম সমস্যার সমাধান হিসাবে আবির্ভূত হতে পারে। ভারত শীঘ্রই 84টি Su-30MKI যুদ্ধবিমান আপগ্রেড করে ‘সুপার সুখোই’ হওয়ার পরিকল্পনা করছে। কিছুক্ষণ আগে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এ বিষয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রোগ্রামের আনুমানিক খরচ প্রায় 63,000 কোটি টাকা। ভারতীয় প্রযুক্তির সাথে সুপার সুখোইতে অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি, উন্নত রাডার, মিশন কম্পিউটার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, আপগ্রেডেড ককপিট লেআউট এবং আধুনিক অস্ত্র ব্যবস্থা যুক্ত করা হবে। যাতে এটি 5ম […]


আরও পড়ুন Su-30MKI ফাইটার জেট হয়ে উঠবে সুপার সুখোই, বায়ু সেনার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম