শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নয়া তাঁবুতে সিয়াচেনে মাইনাস ৫০ ডিগ্রিতে জওয়ানদের শরীরকে রাখবে স্বাভাবিক

নয়া তাঁবুতে সিয়াচেনে মাইনাস ৫০ ডিগ্রিতে জওয়ানদের শরীরকে রাখবে স্বাভাবিক
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/Indian-Army-tent.jpg
Indian Army: কানপুরের অর্ডন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরি, ইউপি সেনা, তাদের সেনাদের জন্য অত্যাধুনিক তাঁবু প্রস্তুত করেছে। এই তাঁবু সিয়াচেন হিমবাহের তুষারময় শিখরে মোতায়েন সেনা কর্মীদের মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিরাপদ রাখবে। OEF উচ্চতা তাঁবু প্রস্তুত করেছে, একটি তাঁবুর দাম রাখা হয়েছে ১.২৫ লাখ টাকা। সেনাবাহিনীকে 963টি তাঁবু দিতে হবে, যা 2 মাসের মধ্যে বিতরণ করা হবে। অর্ডন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরির তৈরি তাঁবু সেনাবাহিনীর মান পূরণ করেছে। সফল পরীক্ষার পর, সেনাবাহিনী OEF কে অর্ডার দিয়েছে। সিয়াচেনের মতো দুর্গম জায়গায়ও সেনা জওয়ানদের শরীর স্বাভাবিক রাখবে এই তাঁবু। কঠিন পরিস্থিতিতেও প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে। উচ্চ উচ্চতার তাঁবুটি একটি উত্তাপযুক্ত উপাদান থেকে তৈরি করা […]


আরও পড়ুন নয়া তাঁবুতে সিয়াচেনে মাইনাস ৫০ ডিগ্রিতে জওয়ানদের শরীরকে রাখবে স্বাভাবিক

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম