বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

India-Canada conflict: তীব্রতর ভারত-কানাডা সংঘাত, দু-দেশেই বন্ধ হল কনস্যুলেটস

India-Canada conflict: তীব্রতর ভারত-কানাডা সংঘাত, দু-দেশেই বন্ধ হল কনস্যুলেটস
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/canada-1.jpg
আরও তীব্রতর হল ভারত-কানাডা সংঘাত ( India-Canada conflict)। পরস্পরের দেশে পরিচালিত সমস্ত কনস্যুলেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সরকার। যারফলে বড়সড় বিপাকে পড়তে চলেছে কানাডায় বসবাস করা ভারতীয়েরা। কারণ কনস্যুলার ক্যাম্পগুলি তাদের জন্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে, যেমন পাসপোর্ট নবীকরণ, ভিসা সংক্রান্ত সহায়তা, এবং অন্যান্য কনস্যুলার পরিষেবা। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি গত কয়েক মাস ধরে একাধিক ইস্যুতে প্রকাশ্যে এসেছে। ভারত বিরোধী শিখ খালিস্তানি আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরেই ট্রুডো সরকারকে অভিযোগ জানিয়ে এসেছে ভারত। যদিও তা কখনই কর্ণপাত করেনি কানাডা বরং উল্টে আরও ভারত-বিরোধী কার্যকলাপকে উৎসাহিত করে গিয়েছে। অন্যদিকে, কানাডার দাবি, তাদের দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মতপ্রকাশের […]


আরও পড়ুন India-Canada conflict: তীব্রতর ভারত-কানাডা সংঘাত, দু-দেশেই বন্ধ হল কনস্যুলেটস

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম