বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

US Election 2024: মার্কিন ভোটে জিতলেন ছয় ভারতীয় বংশোদ্ভূত, যাবেন কংগ্রেসে

US Election 2024: মার্কিন ভোটে জিতলেন ছয় ভারতীয় বংশোদ্ভূত, যাবেন কংগ্রেসে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/us-1.jpg
মার্কিন যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট (US Election 2024) পদের পাশাপাশি কংগ্রেসের দুই কক্ষের সদস্য ও বিভিন্ন স্তরের প্রতিনিধিদেরও নির্বাচন করা হয়েছে। বিশেষ নজর কেড়েছে আমেরিকান কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভারতীয় বংশোদ্ভূত ছয়জনের জয়। এই ছয় জনই ডেমোক্র্যাট দলের সদস্য এবং তাঁদের মধ্যে এক নতুন মুখও যুক্ত হয়েছে। নির্বাচনে জয়লাভ করেছেন ওমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খন্না, প্রমীলা জয়পাল, শ্রী থানেদার এবং নতুন প্রতিনিধি সুহাস সুব্রমণ্যম। সুহাস সুব্রমণ্যম এবার ভার্জিনিয়া থেকে জয়ী হয়েছেন এবং তাঁর জয় আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত সমাজের মধ্যে আনন্দের জোয়ার তুলেছে। তাঁকে ধরা হচ্ছে ‘সামোসা ককাস’-এর নতুন সদস্য হিসেবে। উল্লেখ্য, ‘সামোসা ককাস’ হলো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেস সদস্যদের […]


আরও পড়ুন US Election 2024: মার্কিন ভোটে জিতলেন ছয় ভারতীয় বংশোদ্ভূত, যাবেন কংগ্রেসে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম