সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

এক ছাদের তলায় মিলবে যাবতীয় পরিষেবা, রেল আনছে দারুণ অ্যাপ, লঞ্চ কবে?

এক ছাদের তলায় মিলবে যাবতীয় পরিষেবা, রেল আনছে দারুণ অ্যাপ, লঞ্চ কবে?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/IRCTC-Super-App.jpg
ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য আপনি হয়তো IRCTC অ্যাপ ব্যবহার করেন, কিন্তু লাইভ ট্রেন স্টেটাস ট্র্যাক করার মতো অতি প্রয়োজনীয় সুবিধা এই অ্যাপে নেই। ইকোনমিক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, রেলওয়ে যাত্রীদের জন্য একটি ‘অল-ইন-ওয়ান’ অ্যাপ ডিসেম্বর মাসে লঞ্চ করা হতে পারে। এই অ্যাপটি যাত্রীদের টিকিট বুকিং থেকে শুরু করে সফরকালীন সবরকম সুবিধা একই প্ল্যাটফর্মের আওতায় দেবে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতের রেলওয়ে নেটওয়ার্ক ব্যবহার করেন। টিকিট বুকিং থেকে শুরু করে গোটা যাত্রার ব্যবস্থাপনা করাটা বেশ জটিল। বর্তমানে এই কাজের জন্য বহু অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে। অনেক ব্যবহারকারী থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে PNR স্টেটাস, লাইভ ট্রেন লোকেশন, বা টিকিট বুকিং করেন। […]


আরও পড়ুন এক ছাদের তলায় মিলবে যাবতীয় পরিষেবা, রেল আনছে দারুণ অ্যাপ, লঞ্চ কবে?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম