সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

গভীর রাতে কেঁপে উঠল হিমাচলের পাহাড়, কিন্নুরে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৩.১

গভীর রাতে কেঁপে উঠল হিমাচলের পাহাড়, কিন্নুরে ভূমিকম্প
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/Kinnaur-Earthquake.jpg
হিমাচল প্রদেশের কিন্নর (Kinnaur) জেলায় গভীর রাতে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৩.১। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় কিন্নৌরে রাত ১টা ২৯ মিনিটে। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৩.০। ভূমিকম্পের কম্পন অনুভূত হলে এলাকার মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এটা স্বস্তির বিষয় যে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়েছিল। গত রবিবার বিকেল ৪টা ০৯ মিনিটে লেহ লাদাখে ভূমিকম্প অনুভূত হয়। এর তীব্রতা ছিল ৩.৬। রবিবারই লেহ লাদাখে দুপুর ২টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৩.১। এমনকি ১২ অক্টোবর হিমাচল প্রদেশের শিমলা জেলায় ভূমিকম্প অনুভূত […]


আরও পড়ুন গভীর রাতে কেঁপে উঠল হিমাচলের পাহাড়, কিন্নুরে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৩.১

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম