মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ইরানের সব S-300 ধ্বংস ইজরায়েলের, ব্যর্থ হল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম?

ইরানের সব S-300 ধ্বংস ইজরায়েলের, ব্যর্থ হল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/10/S-300.jpg
Iran S-300 Air Defence System: ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার ইরানে সবচেয়ে বড় এয়ার স্ট্রাইক চালায় ইজরায়েল। ইরান এখনও এই হামলায় ক্ষয়ক্ষতির হিসাব করছে। তবে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমের আকারে। ইজরায়েল যে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তার মধ্যে ছিল রাশিয়ান S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইরানের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা। কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইজরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে WSJ-এর সাথে কথা বলার সময়, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যে ইজরায়েলি হামলায় ইরানের অবশিষ্ট তিনটি S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ইরানের […]


আরও পড়ুন ইরানের সব S-300 ধ্বংস ইজরায়েলের, ব্যর্থ হল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম