গরুবাথান ব্লকের মিশনহীল চা-বাগানে বিরাট কিংকোবড়া উদ্ধার
গরুবাথান ব্লকের মিশনহীল চা-বাগানে বিরাট কিংকোবড়া উদ্ধার
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/10/Giant-King-Cobra-Rescued-Ne.jpg
গরুবাথান ব্লকের মিশনহীল চাবাগান সংলগ্ন এলাকা থেকে আবারও উদ্ধার হলো এক বিরাট কিংকোবড়া (King Cobra)। এই কিংকোবড়াটি লম্বায় প্রায় ১৫ ফিট, যা একেবারেই নজরকাড়া। চা শ্রমিকেরা যখন চাবাগানের পাশের রাস্তায় এই বিশাল সাপটিকে দেখতে পান, তখন তারা প্রথমে কিছুটা ভীত হয়ে পড়েন। কিংকোবড়ার উপস্থিতি চা বাগানের কাজের প্রক্রিয়ায় অসুবিধা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কায় তাঁরা গরুবাথান বন দপ্তরকে খবর দেন। বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান। তারা সাপটিকে উদ্ধার করতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন। সাপটি উদ্ধারের সময় বন কর্মীরা নজর রাখেন যাতে কোনোভাবেই সাপটির ক্ষতি না হয় এবং এটি নিরাপদে উদ্ধার করা যায়। সাপটি যে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, […]
আরও পড়ুন গরুবাথান ব্লকের মিশনহীল চা-বাগানে বিরাট কিংকোবড়া উদ্ধার
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম