কমবে ভিড়, শিয়ালদহের যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল রেল
কমবে ভিড়, শিয়ালদহের যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল রেল
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/local-train.jpg
যাত্রীদের ক্ষোভে মুখে পড়ে অবশেষে নড়েচড়ে বসল রেল। ৯ কোচের নারকেলডাঙা রেকদুটি ব্যান্ডেলের কার্সেডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Sealdah)। ওই রেকদুটি ব্যান্ডেল ও নৈহাটির মধ্যে চলাচল করবে। এর ফলে শিয়ালদহ (Sealdah) ডিভিশনের সমস্ত ট্রেনই ১২ বগির হয়ে যাবে। কোনও ট্রেন আর ৯ বগির থাকবে না। রেলের এহেন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। রমেন বিশ্বাস নামে এক নিত্যযাত্রীর কথায়, পূর্ব রেলের তরফে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছিল ১ জুলাই থেকে সমস্ত ট্রেন ১২ বগির করা হবে। কিন্তু তারপর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও দিনের বেশ কয়েকট ট্রেন ৯ বগির দেওয়া হচ্ছে। এর ফলে প্রচণ্ড ভিড় হচ্ছে। ৯ বগির ট্রেন দেওয়ার […]
আরও পড়ুন কমবে ভিড়, শিয়ালদহের যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল রেল

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম