মানিকতলায় বিরাট জয় পেল তৃণমূল! মুখ লুকোতে ব্যস্ত বিজেপি
মানিকতলায় বিরাট জয় পেল তৃণমূল! মুখ লুকোতে ব্যস্ত বিজেপি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/07/Mamata-Banerjee-1.jpg
নির্বাচন চলাকালীনই মানিকতলা (Maniktala Bypoll) নিয়ে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে পুনর্নির্বাচন (Maniktala Bypoll) দাবি করেন তিনি। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেন। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন্ম তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ‘মানিকতলা। নির্বাচন কমিশনের স্ক্রুটিনি শেষ। 1) কোনো বুথে রি-পোল নয়। 2) মিডিয়ায় নাটক করলেও কল্যাণ চৌবে বা তার কোনো প্রতিনিধি আসেনি। 3) কল্যাণ যে নম্বরের বুথে অভিযোগ কাল করেছিল, সেই নম্বরের কোনো বুথই মানিকতলায় নেই। সবাই হাসাহাসি করল। তৃণমূলের সুপ্তি পান্ডের রেকর্ড ভোটে জয় হবে।’ কল্যাণ চৌবেকে কটাক্ষ করে কুণাল লিখেছেন, ‘মানিকতলা ভোটে 277টা পার্ট। তার […]
আরও পড়ুন মানিকতলায় বিরাট জয় পেল তৃণমূল! মুখ লুকোতে ব্যস্ত বিজেপি

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম