Vivek Singh: ইস্টবেঙ্গল-নেরোকার প্রাক্তন ফুটবলার বিবেক খেলবেন সার্দানের জার্সিতে
Vivek Singh: ইস্টবেঙ্গল-নেরোকার প্রাক্তন ফুটবলার বিবেক খেলবেন সার্দানের জার্সিতে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Vivek-Singh-Joins-Southern-Samity-FC.jpg
চ্যাম্পিয়নশিপে থাকার লক্ষ্যে এবার দল গড়েছে সার্দান সমিতি। বেশ কিছু দিন হল শুরু করেছে প্র্যাকটিস। জুনিয়র ও সিনিয়র ফুটবলারদের মেলবন্ধনে তৈরি হয়েছে। মাঝমাঠকে আরও মজবুত করার লক্ষ্যে বিবেক সিংকে (Vivek Singh) দলে নিয়েছে তারা। বাংলার ফুটবলের পরিচিত মুখ বিবেক সিং। দুর্গাপুরের এই ফুটবলারের লক্ষ্য এবার কলকাতা ফুটবল লিগে ভাল ফলাফল করা। দলকে সুপার সিক্সের দৌড়ে রাখতে চাইছেন তিনি। গত মরসুমে বিবেক ছিলেন আই লিগের দল নেরোকা ফুটবল ক্লাবে। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিবেক সিং। লাল হলুদের রিজার্ভ দলের সদস্য ছিলেন। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে করেছিলেন গোল। তবে পরের দিকে শিতাব্দী প্রাচীন এই ক্লাবের […]
আরও পড়ুন Vivek Singh: ইস্টবেঙ্গল-নেরোকার প্রাক্তন ফুটবলার বিবেক খেলবেন সার্দানের জার্সিতে
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম