শনিবার, ২২ জুন, ২০২৪

অন্তর্ঘাতেই হার দেবাংশুর? তৃণমূলের রিপোর্টে জলঘোলা কোলাঘাটে!

অন্তর্ঘাতেই হার দেবাংশুর? তৃণমূলের রিপোর্টে জলঘোলা কোলাঘাটে!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/debangshu-tamluk-tmc-candid.jpg
ভোটের ফলাফলে তিনি (Tamluk Debangshu Bhattacharya) হেরেছেন। তবুও তমলুকের তৃণমূল সমর্থকদের কাছে তিনি যেন হেরেও জেতা বাজিগর। নিজের জীবনের প্রথম নির্বাচনে একা হাতে ঘুমিয়ে পড়া সংগঠনকে দাঁড় করিয়েছিলেন দেবাংশু(Tamluk Debangshu Bhattacharya)। সেটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছেই তারিফ কুড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও আশা জাগিয়েও আশাহতই হতে হয়েছে। প্রতিপক্ষ বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীই শেষমেষ জিতেছেন তমলুক থেকে। কিন্তু হারের কারণ কি? শুরু হয়ে গিয়েছে বিস্তর কাঁদা ছোড়াছুড়ি! এরপর আভ্যন্তরীন ময়নাতদন্তে নামে ঘাসফুল শিবির। এবার তৃণমূলের তরফে বিস্ফোরক অভিযোগ, টাকা দিয়ে ভোট করিয়েছে বিজেপি। যদিও ‘হারের পরে লজ্জায় পাগলের প্রলাপ’ বলে এই দাবিকে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতারা। মদ মাংস বাতিল ঘোষণা […]


আরও পড়ুন অন্তর্ঘাতেই হার দেবাংশুর? তৃণমূলের রিপোর্টে জলঘোলা কোলাঘাটে!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম