সোমবার, ১৭ জুন, ২০২৪

FC Goa: নেমিলকে নিয়ে আশাবাদী মানালো মার্কেজ, কী বললেন?

FC Goa: নেমিলকে নিয়ে আশাবাদী মানালো মার্কেজ, কী বললেন?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FC-Goa-Manolo-Marquez-Muhammed-Nemil.jpg
গতবারের আইএসএল থেকেই শক্তি ফিরতে শুরু করেছিল এফসি গোয়ার (FC Goa )। বিশেষ করে আইএসএল জয়ী কোচ মানালো মার্কেজের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই নতুন করে সেজে ওঠে গোয়া শিবির। একাধিক বদল আনা হয় দলের মধ্যে। যারফলে, অনায়াসেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল এই ফুটবল ক্লাব। যদিও মুম্বাইয়ের কাছে পরাজিত হয়ে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের। কিন্তু নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে এই ফুটবল ক্লাব। তাই মানালোর নির্দেশ মেনেই গড়ে উঠছে দল। সেজন্য মরশুমের মাঝামাঝি সময় থেকেই বোরহা হেরেরার পাশাপাশি একাধিক ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ায় দল। এছাড়াও গত কয়েকদিন আগে জয় গুপ্তার সাথে ও দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে এফসি গোয়া। […]


আরও পড়ুন FC Goa: নেমিলকে নিয়ে আশাবাদী মানালো মার্কেজ, কী বললেন?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম