রবিবার, ১৬ জুন, ২০২৪

মোদীর সাংসদের মুখে ইন্দিরার জয়গান, খেলা ঘুরছে!

মোদীর সাংসদের মুখে ইন্দিরার জয়গান, খেলা ঘুরছে!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/indira-gandhi-2.jpg
নিউজ ডেস্ক: মোদীর সাংসদের মুখে ইন্দিরা গান্ধীর প্রশংসা। কেরলের ত্রিশূরের বিজেপি সাংসদ সুরেশ গোপীর শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন,”ইন্দিরা গান্ধীই ভারত জননী।”বিজেপি সাংসদের এই মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে। কেরলের বাম দূর্গ ত্রিশূর থেকে এবার প্রথম বিজেপি সাংসদ হিসেবে জয়ী হয়েছেন সুরেশ গোপী। প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মোটেও পছন্দ করেন না। কিন্তু সেই পথে না হেঁটে ইন্দিরাকে নিয়ে সুরেশের এই মন্তব্য আসলে বিরোধীদের প্রতি সৌজন্যের বার্তা বলেই মনে করছে রাজনৈতিকমহল। শনিবার ত্রিশূরের প্রয়াত কংগ্রেস নেতা কে.করুনাকরণের স্মারকসভায় বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এবার লোকসভা ভোটে ত্রিশূর কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন কে.করুণাকরণের পুত্র কে.মুরলীধরন। […]


আরও পড়ুন মোদীর সাংসদের মুখে ইন্দিরার জয়গান, খেলা ঘুরছে!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম