প্রবল ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিমে সেনা চলাচল নিয়ে বাড়বে চিন্তা?
প্রবল ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিমে সেনা চলাচল নিয়ে বাড়বে চিন্তা?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-44-2.jpg
প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ পাহাড়। লাগাতার বর্ষায় পাহাড়ে ধসে নামায় বিপর্যস্ত জনজীবন। আর এবার ধ্বসে ভেঙে পড়ল ১০ নম্বর জাতীয় সড়ক। যারফলে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের (Sikkim) যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল। ফলে এরাজ্যে থেকে সিকিমে ও পাহাড়ে যাওয়া আপাতত বন্ধ। এদিকে লাগাতার বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী (Teesta river)। পাহাড়ের একাধিক জনপদ এরফলে ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে। আবার ১০ নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত হওয়ায় দেশের প্রতিরক্ষা সংক্রান্ত নিরাপত্তার বিষয়গুলিও প্রশ্নের মুখে পড়েছে। কারণ এই রাস্তাটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সিকিমকে সংযুক্ত করেছে। ধ্বসের কারণে বিচ্ছিন্ন কালিম্পংও। বেকায়দায় পড়েছেন পর্যটকেরাও। এদিকে ১০ নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত হওয়ায় বিঘ্ন ঘটেছে সেনা চলাচলে। […]
আরও পড়ুন প্রবল ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিমে সেনা চলাচল নিয়ে বাড়বে চিন্তা?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম