সোমবার, ২৪ জুন, ২০২৪

সায়ন্তিকার হল কী! শেষপর্যন্ত রাজ্যপালকে কী 'বিবেচনা'র আবেদন?

সায়ন্তিকার হল কী! শেষপর্যন্ত রাজ্যপালকে কী 'বিবেচনা'র আবেদন?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/sayantika-banerjee.jpg
রাজ্যপালকে সায়ন্তিকার চিঠি উপনির্বাচনে জয়ী দুই তৃণমূলের প্রার্থীর বিধায়ক পদে শপথকে কেন্দ্র করে জটিলতা অব্যহত। চিঠি চালাচালি নিয়ে টানাপোড়েন চলছে রাজভবন ও বিধানসভার মধ্যে। এই পরিস্থিতিতে এবার সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি গিলেন বরাহনগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে কী লিখলেন? বরাহনগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূলের সায়ন্তীকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। ভোটের ফল ঘোষণার পর দিন ২০ পেরলেও অবশ্য এই দু’জনের শপথ গ্রহণ হয়নি। এঁদের শপথের জন্য কয়েক সপ্তাহ আগেই রাজভবনকে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। পাল্টা রাজভবনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় প্রবীণ মহিলা বিধায়ক-নবীন বিধায়ক কে রয়েছেন? শপথ গ্রহণের সঙ্গে সেই চিঠির […]


আরও পড়ুন সায়ন্তিকার হল কী! শেষপর্যন্ত রাজ্যপালকে কী 'বিবেচনা'র আবেদন?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম