স্কুলের ট্যাঙ্কে জলের পরিবর্তে বেরিয়ে আসছে মদ! আজব কাণ্ড আরামবাগে
স্কুলের ট্যাঙ্কে জলের পরিবর্তে বেরিয়ে আসছে মদ! আজব কাণ্ড আরামবাগে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/students.jpg
স্কুলে জলের ট্যাঙ্ক বেয়ে জলের পরিবর্তে মদ বেরিয়ে আসছে! এমনই এক আজব কাণ্ড ঘটল আরামবাগের এক প্রাথমিক স্কুলে। শুধু তাই নয়, সেই জল মিশ্রিত মদ পান করল স্কুলের খুদেরা। এখানেই শেষ নয়, স্কুলে জল মিশ্রিত মদ খাওয়ার এক আলাদাই অনুভূতি পেয়েছে খুদেরা। গত সপ্তাহের শেষে, খুদেদের মুখে মদ মদ গন্ধ পাওয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। সেই গন্ধের সূত্র ধরে পাওয়া যায় যে ওই স্কুলের জলের ট্যাঙ্কে কেউ একটা মদের বোতল ফেলে গিয়েছিল, সেই থেকেই এই ঘটনা ঘটেছিল। আরামবাগের মুথাডাঙা চক্রের একটি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একতলা স্কুলভবনের ছাদের ট্যাঙ্কের ঢাকনা খোলা হয়। সেখান থেকে অর্ধেক […]
আরও পড়ুন স্কুলের ট্যাঙ্কে জলের পরিবর্তে বেরিয়ে আসছে মদ! আজব কাণ্ড আরামবাগে
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম