বারানসীতে একী কাণ্ড! উড়ন্ত চপ্পলের ল্যান্ডিং পয়েন্ট মোদীর বুলেটপ্রুফ গাড়ি
বারানসীতে একী কাণ্ড! উড়ন্ত চপ্পলের ল্যান্ডিং পয়েন্ট মোদীর বুলেটপ্রুফ গাড়ি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/shoes-were-hurled-at-pm-modis-convoy-in-varanasi.jpg
বারাণসী থেকে থেকে দ্বিতীয়বার জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আর লোকসভা ভোটের ফল প্রকাশের পর, এই প্রথমবার নিজের সংসদীয় এলাকাতে গেলেন প্রধানমন্ত্রী। কাশীর বিশ্বনাথ মন্দিরে নিজের হাতে করলেন বিশেষ পুজো। কিন্তু তারই মাঝে এরকম একটা অপ্রীতিকর ঘটনা যে তাঁর জন্য অপেক্ষা করছিল, তা বোধ হয় স্বপ্নেও কল্পনা করেননি তিনি। জয়ের এমন উপহারও যে পাওয়া যাবে, সে কথা বোধহয় মোদীর ভক্তরা দুঃস্বপ্নেও ভাবতে পারেন নি। বারাণসীর রাস্তা দিয়ে এগিয়ে চলেছিল মোদির বুলেটপ্রুফ কনভয়। রাস্তার দুপাশে বেশ ভিড়ও হয়েছিল। মোদীর নামে দেওয়া হচ্ছিল জয়ধ্বনি। আর তারই মধ্যে হঠাৎ করে মোদীর বুলেটপ্রুফ গাড়ির দিকে উড়ে আসে একটা চপ্পল। গাড়ির সামনে থাকা […]
আরও পড়ুন বারানসীতে একী কাণ্ড! উড়ন্ত চপ্পলের ল্যান্ডিং পয়েন্ট মোদীর বুলেটপ্রুফ গাড়ি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম