মোহনবাগানের জার্সি পরা হচ্ছে না লালবিয়াকনিয়ার, কিন্তু কেন ?
মোহনবাগানের জার্সি পরা হচ্ছে না লালবিয়াকনিয়ার, কিন্তু কেন ?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Lalrinzuala-Lalbiaknia.jpg
গত কয়েকদিন ধরেই লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে (Lalrinzuala Lalbiaknia) নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। নতুন মরশুমের জন্য এই ফুটবলারকে পেতে আসরে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টসের মতো শক্তিশালী ফুটবল ক্লাব। একটা সময় সেক্ষেত্রে আন্দ্রে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে থাকলেও পরবর্তীতে সবাইকে টেক্কা দিয়ে যথেষ্ট এগিয়ে যায় মোহনবাগান। এমনকি কথাবার্তা ও প্রায় পাকা হয়ে যায় ময়দানের এই প্রধান দলের। যারফলে অনেকেই মনে করেছিল, যে আসন্ন ফুটবল মরশুমে হয়ত সবুজ-মেরুনের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হলনা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, কথাবার্তা চূড়ান্ত হওয়ার […]
আরও পড়ুন মোহনবাগানের জার্সি পরা হচ্ছে না লালবিয়াকনিয়ার, কিন্তু কেন ?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম