শুক্রবার, ২৮ জুন, ২০২৪

সইফ আলি খানকে বকে শক্তিমানের পাশেই মমতা! ঘুম উড়ল কলকাতার কাউন্সিলরদের?

সইফ আলি খানকে বকে শক্তিমানের পাশেই মমতা! ঘুম উড়ল কলকাতার কাউন্সিলরদের?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/mamata-shaktiman-support.jpg
সইফ আলি খান বনাম শক্তিমান। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে এরকম বেনজির দ্বন্দ্বের সাক্ষী থাকলেন আমলারা। আর সেখানেই শেষমেষ রেফারির ভূমিকাতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকি নিজের দলের নেতাকেই ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন মমতা(Mamata Banerjee)। এই কাণ্ড দেখে তাজ্জব সভায় উপস্থিত সকলেই। ঘটনার সূত্রপাত হয় যখন হকার উচ্ছেদের বিষয় নিয়ে বিভিন্ন হকার সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসন মমতা(Mamata Banerjee)। তার আগেই বিভিন্ন মন্ত্রী আমলারা আবারও এক প্রস্থ ‘বকা’ খেয়েছেন মমতার কাছে। এমনিতেই গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মেজাজকে সমঝে চলছেন নবান্নের আধিকারিক মহল থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রীরা। তারই মধ্যে এদিন দখলদারির উচ্ছেদ অভিযান এবং একাধিক ব্যাপারে ডাকা এই […]


আরও পড়ুন সইফ আলি খানকে বকে শক্তিমানের পাশেই মমতা! ঘুম উড়ল কলকাতার কাউন্সিলরদের?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম