শুক্রবার, ২৮ জুন, ২০২৪

তিন দিনেও কাটেনি জট! ধর্ণায় অনড় সায়ন্তিকা

তিন দিনেও কাটেনি জট! ধর্ণায় অনড় সায়ন্তিকা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-54.jpg
শপথগ্রহণ ইস্যুকে কেন্দ্র করে রাজভবন-রাজ্য বিতর্ক অব্যাহত। তিন দিন পেরিয়ে গেলেও এখনও কাটলনা জট। গতকাল পরশুর মতোই শুক্রবারও বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছেন সায়ন্তিকা বন্দ্যেপাধ্যায় ও রায়াত হোসেন। এবার উপনির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে শাসক দলের প্রার্থী হয়ে জয়ী হন সায়ন্তিকা ও ভগবানগোলা থেকে জয়ী হন রায়াত হোসেন। এদিন ধর্ণায় সায়ান্তিকাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। যতদিন না পর্যন্ত শপথগ্রহণ হচ্ছে ততদিন তাঁরা ধর্ণা চালিয়ে যাবেন বলেই জানা দলীয় সূত্রে জানা গিয়েছে। শপথগ্রহণ নবনির্বাচিত বিধায়কদের মধ্যে এই ‘অনমনীয়’ মনোভাব আরও জটিলতা বাড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজভবনে গিয়ে শপথগ্রহণের বিষয় বিগত কয়েকদিন ধরেই […]


আরও পড়ুন তিন দিনেও কাটেনি জট! ধর্ণায় অনড় সায়ন্তিকা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম