আইনি জট কাটিয়ে নেটফ্লিক্সে 'মহারাজ'-এর মুক্তিতে সায় আদালতের
আইনি জট কাটিয়ে নেটফ্লিক্সে 'মহারাজ'-এর মুক্তিতে সায় আদালতের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Maharaj.jpeg
শুক্রবার ‘মহারাজ’ (Maharaj)-এর মুক্তির উপর থেকে অস্থায়ী স্থগিতাদেশ তুলে নীল গুজরাট উচ্চ আদালত। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছেন আমির খানের ছেলে জুনেদ খান (Junaid Khan)। আদালত রায় দিয়েছে যে ১৮৬২ সালের মহারাজ মানহানি মামলার (1862 Maharaj Libel Case) ঘটনার উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটির বিষয়বস্তু কোনও সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্যে বানানো নয়। বিচারপতি সঙ্গীতা কে. বিষেন, যিনি প্রথমে ১৩ই জুন ছবিটির মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছিলেন, তিনি সিনেমাটি দেখার পরে এটিকে নেটফ্লিক্সকে (Netflix) স্ট্রিম করার অনুমতি দিয়েছেন । ‘মহারাজ’-এ জুনেদ ছাড়াও অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat), শালিনী পাণ্ডে (Shalini Pande) এবং শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)। আদালত তার […]
আরও পড়ুন আইনি জট কাটিয়ে নেটফ্লিক্সে 'মহারাজ'-এর মুক্তিতে সায় আদালতের
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম