বাংলাদেশের সাংসদ খুনের নৃশংসতার একই ছবি এবার দক্ষিণ দিনাজপুরে!
বাংলাদেশের সাংসদ খুনের নৃশংসতার একই ছবি এবার দক্ষিণ দিনাজপুরে!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Dakshin-Dinajpur.jpg
শঙ্কর দাস, বালুরঘাট: পরকীয়ায় ট্রাক্টরের রোটারে টুকরো টুকরো করে খুন মহিলাকে (Dakshin Dinajpur)। শুধু তাই নয় খুনের পর প্রমান লোপাটের চেষ্টায় দেহাংশ বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয় প্রেমিক। এমনই নৃশংস এই ঘটনা ঘটেছে তপন থানার রামচন্দ্রপুর এলাকায় (Dakshin Dinajpur)। মৃতের নাম সুলেখা খাতুন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিক সাদ্দাম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে হাজির করিয়ে তাঁকে দশ দিনের পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। গত ২১ জুন বিকেলে তপনের রাখচন্দ্রপুর এলাকার তরিওট কালিনগর গ্রামে পাট ক্ষেতের পাশের জমিতে মানব শরীরের শিরদাঁড়া ও পায়ের পাতার অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেহাংশের কাছেই পড়েছিল একটি জুতোও। প্রথমাবস্থায় সেগুলি অপরিচিত কারও দেহাংশ বলেই সকলে জানতেন। […]
আরও পড়ুন বাংলাদেশের সাংসদ খুনের নৃশংসতার একই ছবি এবার দক্ষিণ দিনাজপুরে!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম