নীল শাড়ি-কাঁধে ব্যাগ-চোখে চশমা, মেট্রোয় চেপে সংসদে সাংসদ সায়নী!
নীল শাড়ি-কাঁধে ব্যাগ-চোখে চশমা, মেট্রোয় চেপে সংসদে সাংসদ সায়নী!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/saayoni-ghosh-1.jpg
মেট্রোর তখন বেশ ভিড়। হঠাৎই চোখে পড়ল মেট্রোয় দাঁড়িয়ে থাকা এক বঙ্গললনার দিকে। নীল শাড়ি, কাঁধে ব্যাগ, চোখে চশমা। কেমন যেন চেনা চেনা ঠেকছে। আরে তো যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। শুক্রবার সকালে দিল্লির মেট্রোর দেখা গেল তৃণমূলের যুব সভানেত্রীকে। কোথায় চললেন তিনি? গাড়িতে চেপে নয়, সায়নী এ দিন সংসদে পৌঁছান আমজনতার মতোই মেট্রোয় চেপে। দেখে বোঝা দায় যে এই সায়নী বঙ্গের সাসক দলের তাবড় নেত্রী। প্রচারেও যেমন নিজের অতি-সাধারণ ইমেজ তুলে ধরেছিলেন সায়নী, সাংসদ হওয়ার পরও সেই ভাবমূর্তিই বজায় রাখছেন তিনি। অভিনেত্রী থেকে সায়নী ঘোষ আর শুধু নেত্রী নন, এখন তিনি সাংসদও। যাদবপুর থেকে বিপুল ভোটে জিতে লোকসভায় পৌঁছেছেন […]
আরও পড়ুন নীল শাড়ি-কাঁধে ব্যাগ-চোখে চশমা, মেট্রোয় চেপে সংসদে সাংসদ সায়নী!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম