Rehenesh T P: মুম্বাইতে যোগদান করে কী বললেন রেহেনেশ?
Rehenesh T P: মুম্বাইতে যোগদান করে কী বললেন রেহেনেশ?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/tp-rehenesh.jpg
গত মঙ্গলবার নিজেদের সোশ্যাল সাইট থেকে রেহেনেশের (Rehenesh T P) যোগদানের কথা জানিয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। শেষ সিজনে জামশেদপুর এফসির হয়ে খেললেও খুব একটা সাফল্য পাননি এই ভারতীয় গোলরক্ষক। সেজন্য এবার তাকে ছেড়ে দেয় জামশেদপুর ম্যানেজমেন্ট। তারপরের দিন এই ফুটবলারের নাম ঘোষণা করে রনবীর কাপুরের ফুটবল ক্লাব। মরশুম শেষেই তারা বিদায় জানিয়েছিল রিজার্ভ গোলরক্ষক মহম্মদ নাওয়াজকে। পরবর্তীতে তাকে দলে টেনে নেয় ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি। আসন্ন সিজনে দক্ষিণের এই ফুটবল ক্লাবের জার্সিতে খেলবেন নাওয়াজ। অন্যদিকে, মুম্বাইয়ে টি পি রেহনেশ। দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, দেশের অন্যতম সফল এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। […]
আরও পড়ুন Rehenesh T P: মুম্বাইতে যোগদান করে কী বললেন রেহেনেশ?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম