রবিবার, ৩০ জুন, ২০২৪

Ukraine War: আমেরিকার 'গুড বুকে' নেই, 'বন্ধু' হিসেবে গুরুত্ব কমেছে নয়াদিল্লির

Ukraine War: আমেরিকার 'গুড বুকে' নেই, 'বন্ধু' হিসেবে গুরুত্ব কমেছে নয়াদিল্লির
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-43-2.jpg
ইউক্রেন যুদ্ধ (Ukraine war) নিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি কথাও উচ্চারণ করেনি ভারত। এমনকি রাষ্ট্রপুঞ্জে (United nations) রুশ-বিরোধী প্রস্তাবেও ভোটদান থেকে বিরত ছিল নয়াদিল্লি (New Delhi)। বার বার অনুরোধ করা সত্বেও গত বছর দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানায়নি ভারত। অন্যদিকে, রাশিয়া নিয়ে ক্রমাগত দিল্লির ‘নীরবতা’ ভালো চোখে দেখেনি আমেরিকা। নয়াদিল্লির এই পুতিন-নির্ভরতা (Vladimir Putin) নিয়ে এর আগেও বাঁকা মন্তব্য করেছিল পশ্চিমী দেশগুলি। কিন্তু তাতে খুব একটা আমল দেয়নি মোদী-জয়শঙ্করেরা। তারপর ভারতের ধর্মীয় স্বাধীনতা ও আভ্যন্তরীন পরিস্থিতি নিয়েও একাধিক রিপোর্টও ‘খুশি’ করেনি ওয়াশিংটনকে। যারফলে ভারত-মার্কিন সম্পর্কে এক ধরনের ‘শীতলতা’ নেমে এসেছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। যার প্রতিফলন দেখা গেল […]


আরও পড়ুন Ukraine War: আমেরিকার 'গুড বুকে' নেই, 'বন্ধু' হিসেবে গুরুত্ব কমেছে নয়াদিল্লির

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম