শুক্রবার, ২৮ জুন, ২০২৪

মাথায় হাত কোটি কোটি গ্রাহকের, এবার বাড়ল Airtel-র রিচার্জের খরচ

মাথায় হাত কোটি কোটি গ্রাহকের, এবার বাড়ল Airtel-র রিচার্জের খরচ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/airtels.jpg
শুক্রবার সকাল সকাল জোরদার ঝটকা খেলেন Airtel-এর গ্রাহকরা। জিও-র পর এবার রিচার্জের দাম বাড়ালো ভারতী এয়ারটেল। ২৪-এর লোকসভা ভোট মিটতেই টেলিকম কোম্পানিগুলো ট্যারিফ বাড়িয়ে দিল। আগে কানাঘুষো শোনা যাচ্ছিল যে এমনটা হতে পারে। কিন্তু এবার সেই জল্পনাতেই রীতিমতো শিলমোহর পড়ল। এয়ারটেলের এহেন সিদ্ধান্তে গ্রাহকদের হতবাক করে রেখে দিয়েছে। ভারতী এয়ারটেলও ট্যারিফ প্ল্যানকে ব্যয়বহুল করে তুলেছে। এর আওতায় গ্রাহকদের কাছে মোবাইল রিচার্জের দাম বাড়ানো হয়েছে। ভারতী এয়ারটেলের বর্ধিত হার ৩ জুলাই থেকে কার্যকর হবে। শেয়ার বাজারকে এই তথ্য দিয়েছে ভারতী এয়ারটেল। এর আগে রিচার্জকে ব্যয়বহুল করার কথা ঘোষণা করেছিল রিলায়েন্স জিও। বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই-কে দেওয়া তথ্যে টেলিকম সংস্থা জানিয়েছে […]


আরও পড়ুন মাথায় হাত কোটি কোটি গ্রাহকের, এবার বাড়ল Airtel-র রিচার্জের খরচ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম