বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

Kidderpore SC: জয় দিয়ে অভিযান শুরু খিদিরপুরের, দল নিয়ে আশাবাদী কোচ

Kidderpore SC: জয় দিয়ে অভিযান শুরু খিদিরপুরের, দল নিয়ে আশাবাদী কোচ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Kidderpore-SCs-Campaign-Starts-with-a-Win.jpg
এবার জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করল খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Kidderpore SC)। আজ দুপুরে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে মেসার্স ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল সুরজিৎ দাসের ছেলেরা। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে এই ফুটবল ক্লাব। দলের হয়ে একটি মাত্র গোল করেন জ্যাকব ভ্যানলালহিমপুইয়া। প্রথম ম্যাচেই জয় পাওয়ায় যথেষ্ট খুশি সকলে। উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল খিদিরপুর ফুটবল দল। সময় যত এগিয়েছে আক্রমণের ঝড় তুলতে শুরু করে আদিত্য-শিবমরা। প্রথমার্ধের শেষে গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধের কিছু সময়ের মধ্যেই গোল করে বসেন জ্যাকব। জবাবে প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে মেসার্স ক্লাব। কিন্তু প্রতিপক্ষের […]


আরও পড়ুন Kidderpore SC: জয় দিয়ে অভিযান শুরু খিদিরপুরের, দল নিয়ে আশাবাদী কোচ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম