মঙ্গলবার, ২১ মে, ২০২৪

Srijan Bhattacharya: সিপিআইএমের সৃজনকে লক্ষ্য করে উড়ে এল ইট, ছেঁড়া হল পতাকা, পঞ্চসায়রে হইহই কাণ্ড

Srijan Bhattacharya: সিপিআইএমের সৃজনকে লক্ষ্য করে উড়ে এল ইট, ছেঁড়া হল পতাকা, পঞ্চসায়রে হইহই কাণ্ড
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/jadavpur-cpim-candidate-srijan-bhattachary.jpg
যাদবপুরের সিপিাইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচারে এলাকা চষে ফেলছেন। মঙ্গলবারও তার অন্যথা হয়নি। এ দিন হুডখোলা গাড়ি চেপে গড়িয়া এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বামেদের এই তরুণ প্রার্থী। সেই গাড়ির পিছনে অটো এবং বাইকে চেপে মিছিল করে এগোচ্ছিলেন বাম কর্মী, সমর্থকেরাও। অভিযোগ, প্রচারের গাড়ি পঞ্চসায়র থানা এলাকায় পৌঁছতেই সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া শুরু করেন তৃণমূল কর্মী, সমর্থকেরা। এমনকী প্রচার গাড়িতে লাগানো কাস্তে-হাতুড়ি পতাকাও ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পঞ্চসায়রে। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তৃণমূলকেই নিশানা করেছে সিপিআইএম। তাদের দাবি, লোকসভায় ‘হারের ভয়েই’ বাম প্রার্থীকে বাধা দিতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। যদিও ভিযোগ অস্বীকার […]


আরও পড়ুন Srijan Bhattacharya: সিপিআইএমের সৃজনকে লক্ষ্য করে উড়ে এল ইট, ছেঁড়া হল পতাকা, পঞ্চসায়রে হইহই কাণ্ড

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম