মঙ্গলবার, ২১ মে, ২০২৪

CFL: মশার কামড় খেয়ে রাত কাটিয়েছেন স্টেশনে, সার্দানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান রাকেশ

CFL: মশার কামড় খেয়ে রাত কাটিয়েছেন স্টেশনে, সার্দানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান রাকেশ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/rakesh-halder.jpg
ফুটবল খেলেন ভালবেসে। চাকরির সুযোগ থাকলেও মাঠকে আঁকড়ে ধরে স্বপ্ন বুনেছেন। কলকাতার ক্লাবের (CFL) হয়ে খেলবেন বলে স্টেশনে রাত কাটিয়েছেন নবদ্বীপের রাকেশ হালদার (Rakesh Halder)। সুদিনের আশায় এখনই হাল ছাড়তে নারাজ। নিজেকে ফুটবলার হিসেবেই প্রতিষ্ঠা করতে চান রাকেশ। এবারের কলকাতা ফুটবল লিগে খেলবেন সার্দান সমিতির হয়ে। গতবার খেলেছিলেন রেলওয়ে এফসির হয়ে। আসন্ন সিএফএল-এও রেলের হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে দল বদল করতে হয়েছে রাকেশকে। সার্দান সমিতির হয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন রাকেশ হালদার। নেপালের নামকরা ক্লাব মাচিন্দ্রা এফসির হয়ে করেছিলেন অ্যাসিস্ট। কলকাতা ফুটবল লিগেও আক্রমণ গড়ে তোলার কাজে অবদান রেখেছিলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। AFC প্রতিযোগিতায় অংশ […]


আরও পড়ুন CFL: মশার কামড় খেয়ে রাত কাটিয়েছেন স্টেশনে, সার্দানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান রাকেশ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম