বুধবার, ৮ মে, ২০২৪

Speculation Mounts: ফেরান্দো-হামিল ফের একই দলে?

Speculation Mounts: ফেরান্দো-হামিল ফের একই দলে?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Juan-Ferrando-Brendan-Hamill.jpg
নতুন কোচ নিয়োগ করতে হবে কেরালা ব্লাস্টার্সকে। সেই সঙ্গে স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হতে পারে নতুন ফুটবলার। ব্লাস্টার্সের সম্ভাব্য কোচ হিসেবে জল্পনায় (Speculation Mounts) রয়েছে হুয়ান ফেরান্দোর নাম। সেই সঙ্গে ব্রান্ডন হামিলও হলুদ জার্সি পরতে পাবেন বলে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দোকে কোচ করার ভাবনা রয়েছে কেরালা ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্টের। তবে কোচের নাম এখনো চূড়ান্ত হয়নি। হুয়ান ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্টের শর্ট লিস্টে রয়েছেন কি না সে ব্যাপারে ফুটবল মহলে দ্বিমত রয়েছে। কারও মতে, ইয়েলো ব্রিগেডের কোচ হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন বাগানের প্রাক্তন হেডস্যার। কারণ মতে, তাঁর কেরালা ব্লাস্টার্সের […]


আরও পড়ুন Speculation Mounts: ফেরান্দো-হামিল ফের একই দলে?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম