Lok Sabha Election: লোকসভা ভোটের প্রার্থী, লড়েছেন বিধানসভা-রাষ্ট্রপতি নির্বাচনেও, চেনেন এই পাওভাজি বিক্রেতাকে?
Lok Sabha Election: লোকসভা ভোটের প্রার্থী, লড়েছেন বিধানসভা-রাষ্ট্রপতি নির্বাচনেও, চেনেন এই পাওভাজি বিক্রেতাকে?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Kusheshwar-Bhagat.jpg
বয়স ৫৪। ইতিমধ্যেই লড়ে ফেলেছেন বেশ কয়েকটি নির্বাচনে। লোকসভা ভোট (Lok Sabha Election) থেকে শুরু করে বিধানসভা ভোট, এমনকী রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী হয়েছেন। বিহারের এই পাওভাজি বিক্রেতার কাহিনি শুনলে আপনি চমকে যাবেন। এবারের লোকসভা নির্বাচনেও গুরুগ্রাম আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এই নিয়ে চতুর্থবার লোকসভা ভোটের প্রার্থী হলেন তিনি। বিহারের মধুবনির বাসিন্দা কুশেশ্বর ভগত এর আগে দু’বার বিধানসভা ভোট এবং রাষ্ট্রপতি নির্বাচনে লড়েছেন। লোকসভা নির্বাচনেও লড়েছেন তিনবার। প্রথম সারির রাজনৈতিক দলগুলির প্রবীণ নেতাদের পরাজিত করার লক্ষ্যেই এবার ময়দানে ভগত। গুরুগ্রামের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানোর শপথ নিয়েই ভোটপ্রচার চালাচ্ছেন তিনি। হরিয়ানার গুরুগ্রাম আসনে এবার ভোটে […]
আরও পড়ুন Lok Sabha Election: লোকসভা ভোটের প্রার্থী, লড়েছেন বিধানসভা-রাষ্ট্রপতি নির্বাচনেও, চেনেন এই পাওভাজি বিক্রেতাকে?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম