বুধবার, ৮ মে, ২০২৪

Mamata Banerjee On SC's SSC Verdict: আদালতকে বলেছিলেন ‘বিজেপির বিচারালয়’, সেই মমতাই এসএসসি মামলায় সুপ্রিম রায়ে 'তৃপ্ত'!

Mamata Banerjee On SC's SSC Verdict: আদালতকে বলেছিলেন ‘বিজেপির বিচারালয়’, সেই মমতাই এসএসসি মামলায় সুপ্রিম রায়ে 'তৃপ্ত'!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Mamata-Banerjee-3.jpg
কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ‘অযোগ্য’দের সঙ্গে কাজ গিয়েছে ‘যোগ্য’দেরও। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশকে ‘বেআইনি’ বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। আদালতকে ‘বিজেপির বিচারালয়’ বলে তোপ দেগেছিলেন। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের উপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করায় স্বস্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবারই নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন ‘সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত।’ আর ওই নির্দেশের ২৪ ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমত আবেগতাড়িত। বুধবার আরামবাগে নির্বাচনী প্রচারসভা ছিল তৃণমূল নেত্রীর। সেখানেই মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে এসএসসি চাকরি বাতিল সম্পর্কিত সুপ্রিম কোর্টের নির্দেশ। বলেন, ‘বিজেপি চাকরিখেকো বাঘ। ২৬ […]


আরও পড়ুন Mamata Banerjee On SC's SSC Verdict: আদালতকে বলেছিলেন ‘বিজেপির বিচারালয়’, সেই মমতাই এসএসসি মামলায় সুপ্রিম রায়ে 'তৃপ্ত'!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম