সাতজনকে 'টাটা' করে দিল FC Goa
সাতজনকে 'টাটা' করে দিল FC Goa
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/FotoJet-8-2.jpg
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে প্রথম দলের সাতজন ফুটবলারকে বিদায় জানিয়েছে এফসি গোয়া (FC Goa)। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে বিদায় বার্তা। ব্র্যান্ডন ফার্নান্দেজ, নোয়া সাদাউই, কার্লোস মার্টিনেজ, ভিক্টর রদ্রিগেজ, ধীরজ সিং, সানসন পেরেইরা এবং সেভিয়ার গামাকে বিদায় জানিয়েছে এফসি গোয়া। এই সাতজনের মধ্যে অনেকেই ২০২৩-২৪ মরসুমে দলের জন্য অপরিহার্য হয়ে উঠেছিলেন। আগামী মরসুমের জন্য নতুন করে স্কোয়াড গুছিয়ে নিতে চাইছে ক্লাব। ব্র্যান্ডন ফার্নান্ডেজ ২০১৭ সালের গ্রীষ্মে ইন্ডিয়ান সুপার লিগ প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে এফসি গোয়ায় যোগ দিয়েছিলেন। ভারতীয় আন্তর্জাতিক মেন ইন অরেঞ্জের হয়ে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ১৩০ টি ম্যাচে অংশ নিয়েছিলেন। যার মধ্যে ৩১টি গোলের পিছনে রেখেছেন অবদান। যা […]
আরও পড়ুন সাতজনকে 'টাটা' করে দিল FC Goa
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম