শুক্রবার, ৩১ মে, ২০২৪

সব রাজ্যকে হেলায় টেক্কা বাংলার, দেশে জিতলেও বঙ্গভূমে মোদীকে বলে বলে গোল মমতার!

সব রাজ্যকে হেলায় টেক্কা বাংলার, দেশে জিতলেও বঙ্গভূমে মোদীকে বলে বলে গোল মমতার!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/modi-mamata-lok-sabha-election-2024.jpg
জয়জয়কার বাংলার। গত ছয’দফা নির্বাচনপর্বে ভোটের হারে দেশের অন্য সব রাজ্যের থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ। লোকসভা ভোটের প্রচারপর্বেও ভারতে সব থেকে বেশি ভোট সংক্রান্ত কর্মসূচি হয়েছে এ রাজ্যেই। অন্যদিকে নির্বাচনী প্রচারসভা, রোড-শো মিলিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদীকে বলে বলে কয়েক দোল দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। ১লা জুন ভোটসপ্তমীতেই শেষ হচ্ছে এবারের লোকসভা ভোট। প্রচার শেষ হয়েছে গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে সভা, মিছিল, রোড-শো মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে ১ লক্ষ ১৯ হাজার ২৭৬ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র সহ দেশের অন্য কোনও রাজ্যে এই হারে রাজনৈতিক কর্মসূচি […]


আরও পড়ুন সব রাজ্যকে হেলায় টেক্কা বাংলার, দেশে জিতলেও বঙ্গভূমে মোদীকে বলে বলে গোল মমতার!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম