একুশের মতোই বঙ্গে ধাক্কা খাবে পদ্ম শিবির: বিজেপি নেতা
একুশের মতোই বঙ্গে ধাক্কা খাবে পদ্ম শিবির: বিজেপি নেতা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/BJP-West-Bengal.jpg
একুশের বিধানসভা ভোটে বিজেপির স্লোগান ছিল ২০০ পার। সেটা থেমেছিল ৭৭এ। চব্বিশের লোকসভা ভোটে ৪০০ পারের স্লোগান। বাংলায় (West Bengal) ৩০র বেশি আসনে জেতার টার্গেট পদ্মশিবিরের। এবারও ফের বড় ধাক্কা খেতে চলেছে বিজেপির বঙ্গ ব্রিগেড। বাম-কংগ্রেস বা তৃণমূল নয়। এই বিস্ফোরক দাবি করেছেন বিজেপিরই এক নেতা। ওই প্রবীণ নেতার মতে, ‘বাংলায় আরও একবার বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। একুশের বিধানসভা ভোটের থেকে তা কোনও অংশে কম নয়।’ তাহলে কতগুলো আসন পাবে পদ্ম প্রতীকে লড়াই করা প্রার্থীরা? এ বিষয়ে ওই নেতা বলেছেন, ‘বাংলায় বিজেপির আসন সংখ্যা ২ অঙ্ক ছুঁতে পারবে না।’ ২০১৯ সালে বঙ্গভূমিতে ২ থেকে বেড়ে ১৮ হয়েছিল বিজেপি। এই […]
আরও পড়ুন একুশের মতোই বঙ্গে ধাক্কা খাবে পদ্ম শিবির: বিজেপি নেতা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম