পায়ুদ্বারে প্রায় ১ কেজি সোনা নিয়ে গ্রেফতার বিমানসেবিকা!
পায়ুদ্বারে প্রায় ১ কেজি সোনা নিয়ে গ্রেফতার বিমানসেবিকা!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/FotoJet-10-3.jpg
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জন্য কর্মরত ছিলেন কলকাতার নিবাসী এক বিমানসেবিকা। তার ওপর কান্নুর বিমানবন্দরে সোনা চোরাচালান এবং তার পায়ুদ্বারে সোনা লুকিয়ে রাখার অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে । শুক্রবার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) একটি সূত্র জানিয়েছে, কেরালার কান্নুর বিমানবন্দরে সোনা চোরাচালান এবং তার পায়ুদ্বারে সোনা লুকিয়ে রাখার অভিযোগে একজন বিমানসেবিকাকে গ্রেপ্তার করা হয়েছে।সুরভী খাতুন নামে ওই বিমানসেবিকার বিরূদ্ধে পায়ুদ্বারে প্রায় ৯৬০ গ্রাম সোনা লুকিয়ে রাখার অভিযোগ রয়েছে। তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের জন্য কাজ করতেন এবং ২৮শে মে মাসকট থেকে কান্নুর অবতরণ করা বিমানের কেবিন ক্রুর সদস্য ছিলেন। কান্নুর বিমানবন্দরে সোনা বাজেয়াপ্ত […]
আরও পড়ুন পায়ুদ্বারে প্রায় ১ কেজি সোনা নিয়ে গ্রেফতার বিমানসেবিকা!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম