মাথা খুঁড়েও গরহাজির অভিষেক! এক পংক্তিতে মমতার 'খুব' প্রিয় তিন, কীসের বার্তা
মাথা খুঁড়েও গরহাজির অভিষেক! এক পংক্তিতে মমতার 'খুব' প্রিয় তিন, কীসের বার্তা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Mamata-1.jpg
সপ্তম দফার প্রচার শেষ হয়েছে গত বৃহস্পতিবার! আগামীকাল লোকসভা ভোটের শেষ দফা। আর সেই শেষ দফার আগেই ঘাসফুলের অন্দরে ঘুরপাক পাচ্ছে কয়েকটি প্রশ্ন। এই মুহূর্তে ঘাসফুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই শেষ কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই এখন সর্বভারতীয় সভাপতি। আর সেই সভাপতি ভোটের আগে থেকেই প্রতিটি লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়েছেন। কিন্তু বাদ গিয়েছে তিনটি। দমদম লোকসভা কেন্দ্র, উত্তর কলকাতা এবং শ্রীরামপুর কেন্দ্রে তাঁর পায়ের ছাপ পড়েনি। করেননি কোনও মিটিং বা জনসভা। আর এইখানেই উঠছে প্রশ্ন! অভিষেক কি তবে ইচ্ছে করে মুখ ফিরিয়ে নিয়েছেন নাকি তলে তলে চলছে অন্য সমীকরণ? প্রসঙ্গত শ্রীরামপুরে লোকসভা ভোট হয়ে গিয়েছে পঞ্চম দফার ভোটে। সেই কেন্দ্রের […]
আরও পড়ুন মাথা খুঁড়েও গরহাজির অভিষেক! এক পংক্তিতে মমতার 'খুব' প্রিয় তিন, কীসের বার্তা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম