মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

Transfer Buzz: বাগান ডিফেন্ডারকে পেতে আগ্ৰহী মুম্বই সিটি এফসি

Transfer Buzz: বাগান ডিফেন্ডারকে পেতে আগ্ৰহী মুম্বই সিটি এফসি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Mohun-Bagan-Defender-Brendan-Hamill.jpg
Transfer Buzz: মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনাল। যেখানে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে রয়েছে ওডিশা এফসি। এই ম্যাচ জিততে পারলে পরবর্তী লেগে অনেকটাই সুবিধে হয়ে যাবে সবুজ-মেরুনের। সেজন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া গোটা দল।  কিন্তু গত মুম্বাই সিটি এফসি ম্যাচে কার্ড দেখার জন্য এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দল পাবেনা অজি ডিফেন্ডার ব্রান্ডন হ্যামিলকে। আনোয়ার আলী থেকে শুরু করে অধিনায়ক শুভাশিস বসু এবং জাপানি তারকা হেক্টর ইউৎসে দলে থাকলেও হ্যামিলের উপস্থিতি অক্সিজেন যুক্ত করে দলের মধ্যে। তার অনুপস্থিতি কিছুটা হলেও চিন্তায় রাখবে বাগানকে। বলাবাহুল্য, গত কয়েক মরশুম ধরে অনবদ্য পারফরম্যান্স থেকেছে হ্যামিলের। শেষ মরশুমে দলের আইএসএল জয়ের ক্ষেত্রেও অন্যতম […]


আরও পড়ুন Transfer Buzz: বাগান ডিফেন্ডারকে পেতে আগ্ৰহী মুম্বই সিটি এফসি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম