Mamata Banerjee: ভোটের পরেই কি মুখ্য়মন্ত্রী বদল? বিরাট বড় ইঙ্গিত Abhijit Ganguly'র!
Mamata Banerjee: ভোটের পরেই কি মুখ্য়মন্ত্রী বদল? বিরাট বড় ইঙ্গিত Abhijit Ganguly'র!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/mamata-abhijit.jpg
চলছে লোকসভা নির্বাচন৷ সাত দফার প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন৷ আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে৷ তাই উত্তপ্ত বঙ্গ-রাজনীতির অন্দরমহল৷ তবে সেই পারদ আরও একটু ঊর্ধ্বমুখী হল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যকে কেন্দ্র করে৷ বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রী বদল প্রসঙ্গে, সেই পালেই যেন হাওয়া দিলেন প্রাক্তন বিচারপতি৷ জানা গিয়েছে, রতুয়ার সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি বলেছেন, “আমাদের কাছে যে খবর আছে পশ্চিমবঙ্গ থেকে কমপক্ষে ২৫ টা আসন পাবে বিজেপি। আমাদের কাছে খবর আছে, মমতা বন্দ্য়োপাধ্যায় পদত্যাগ দেওয়ার ব্যবস্থা করছেন৷ কারণ এই চুরির মক্ষীরানীর পক্ষে আর এই রাজ্য় চালানো সম্ভব নয়। এখন তাঁকে মুখ্য়মন্ত্রীর মুখ বদল করতেই হবে। […]
আরও পড়ুন Mamata Banerjee: ভোটের পরেই কি মুখ্য়মন্ত্রী বদল? বিরাট বড় ইঙ্গিত Abhijit Ganguly'র!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম