'২৬,০০০ পরিবারের চাকরি চলে যাওয়ার মূলে TMC,' মোদীর মুখে চাকরিহারাদের প্রসঙ্গ
'২৬,০০০ পরিবারের চাকরি চলে যাওয়ার মূলে TMC,' মোদীর মুখে চাকরিহারাদের প্রসঙ্গ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/modi-malda.jpg
আজ শুক্রবার একদিকে যখন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট চলছে, তখন ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পুরাতন মালদহে জনসভায় বক্তব্য পেশ করলেন তিনি। এদিন বিজেপির দুই প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপার সমর্থনের জনসভা করলেন মোদী। তিনি বলেন, ‘আপনাদের ভোট গণতন্ত্রকে মজবুত করছে। যারা আজ ভোট দিচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ।’ এদিন কালী-দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে সভার সূচনা করেন মোদী। বলেন, ‘প্রথম দফায় বিরোধীরা ভয় পেয়ে গেছিল। দ্বিতীয় দফা ভোটের পরে হারিয়ে যাবে বিরোধীরা। একসময়ে দেশের উন্নয়নের নেতৃত্বে ছিল বাংলা। উন্নয়নের বদলে বাংলায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রথমে বামেরা তারপর তৃণমূল বাংলার সম্মান নষ্ট করেছে। কয়লা থেকে শুরু […]
আরও পড়ুন '২৬,০০০ পরিবারের চাকরি চলে যাওয়ার মূলে TMC,' মোদীর মুখে চাকরিহারাদের প্রসঙ্গ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম