শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Loksabha Election 2024: ভোটে প্রবল হামলা মৌমাছির, ত্রিপুরায় বহু ভোটার হুলবিদ্ধ

Loksabha Election 2024: ভোটে প্রবল হামলা মৌমাছির, ত্রিপুরায় বহু ভোটার হুলবিদ্ধ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/05/bee.jpg
ছাপ্পার গুরুতর অভিযোগের পাশাপাশি ভোটে মৌমাছি সন্ত্রাস! হুলবিদ্ধ বহু ভোটার। লাইন থেকে অনেক ভোটার পালালেন। এমনই পরিস্থিতি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটে। Loksabha Electon 2024 এর দ্বিতীয় দফায় এ রাজ্যে ভোট চলছে। ত্রিপুরায় মোট দুটি আসন। এমন মৌমাছি হামলার ঘটনা খোয়াই বারবিল ঋষিপাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে আহত ভোটারদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন দমকল কর্মীরা। তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। মৌমাছি হানায় আতঙ্কিত ভোটাররা। ভোট কেন্দ্রের মাঠে মৌমাছির কামড়ে গুরুতর আহত প্রায় ১০ জন ভোটার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি উপজাতি অধ্যুষিত পার্বত্য অ়ঞ্চলের। জানা গেছে, পূুূর্ব ত্রিপুরার বিভিন্ন বুথে হামলা ও রিগিংয়ের আশঙ্কা আছে এমন লাগাতার […]


আরও পড়ুন Loksabha Election 2024: ভোটে প্রবল হামলা মৌমাছির, ত্রিপুরায় বহু ভোটার হুলবিদ্ধ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম