বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Sucide :রয়্যাল এন্ডফিল্ড বাইক থেকে মরণঝাঁপ! বালি ব্রিজে চাঞ্চল্য

Sucide :রয়্যাল এন্ডফিল্ড বাইক থেকে মরণঝাঁপ! বালি ব্রিজে চাঞ্চল্য
https://kolkata24x7.in/wp-content/uploads/2021/12/Kolkata-bally-bridge.jpg
প্রতিদিনের মতো এইদিনও হাওড়ার বালি ব্রিজে সকালে প্রাতভ্রমণকারীদের ভিড় ছিল। কেউ কেউ আবার অল্পস্বল্প ব্যায়ামও করে নিচ্ছিলেন। কেউ কেউ আবার চুপচাপ হাওড়ার বালি ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন। কেউ টের পাইনি এর পড়ে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। একটি যুবক বাইকের উপর বসে ছিল। হঠাৎ সে বাইকের ওপর উঠে জলে ঝাঁপ মারবে এমন কল্পনা কেউ করতে পারেনি। ঘটনাটি এততাই আকস্মিক যে কারুর কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় নিখোঁজ যুবকের নাম অজিত সাউ। বাড়ি আমহার্স্ট স্ট্রিট এলাকায়। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার পর রীতিমতো শোরগোল শুরু হয় এলাকায়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। বালি থানার […]


আরও পড়ুন Sucide :রয়্যাল এন্ডফিল্ড বাইক থেকে মরণঝাঁপ! বালি ব্রিজে চাঞ্চল্য

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম