বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ছিটকে যাবে স্নাইপারের বুলেটও, সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট বানালো DRDO

ছিটকে যাবে স্নাইপারের বুলেটও, সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট বানালো DRDO
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/drdo-2.jpg
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের মুকুটে এবার নয়া পালক জুড়ল। আরও খানিকটা শক্তিশালী হল দেশের সেনা এবার বলে মনে হচ্ছে। কারণ এক দুর্দান্ত জিনিস বানিয়ে সকলকে চমকে দিল DRDO। জানা গিয়েছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO তৈরি করল দেশের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট। মঙ্গলবার ২৩ এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রক এ তথ্য দিয়েছে। জানা গিয়েছে, পলিমার ব্যাকিং এবং মনোলিথিক সিরামিক প্লেট দিয়ে তৈরি এই জ্যাকেটটি ৬টি স্নাইপার বুলেটও ভেদ করতে পারেনি। মন্ত্রক জানিয়েছে, জ্যাকেটের ইন-কানেকশন (আইসিডব্লিউ) এবং স্ট্যান্ডঅ্যালোন ডিজাইন সৈন্যদের ৭.৬২x৫৪ আরএপিআই (বিআইএস ১৭০৫১ এর লেভেল ৬) গোলাবারুদের বিরুদ্ধে সুরক্ষা দেবে। কানপুরে অবস্থিত ডিআরডিও-র ডিফেন্স ম্যাটেরিয়াল অ্যান্ড স্টোরস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট […]


আরও পড়ুন ছিটকে যাবে স্নাইপারের বুলেটও, সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট বানালো DRDO

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম