বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

Serampore: মিস্টার ইন্ডিয়া vs মিস ইউনিভার্স, শ্রীরামপুরে চরমে দুই প্রার্থীর বাকযুদ্ধ

Serampore: মিস্টার ইন্ডিয়া vs মিস ইউনিভার্স, শ্রীরামপুরে চরমে দুই প্রার্থীর বাকযুদ্ধ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/kalyan_deep.jpg
লোকসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। এবার শ্রীরামপুর (Serampore) লোকসভা কেন্দ্রে সিপিএমের হয়ে ভোতে দাঁড়িয়েছেন বামেদের প্রতিবাদী মুখ দীপ্সিতা ধর অন্যদিকে তাঁর প্রতিপক্ষ গতবারের সাংসদ তৃণমূলের এবারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে জোরকদমে চলছে প্রার্থীদের প্রচার। নির্বাচনী প্রচারে নেমে দীপ্সিতা ধর বলেন, গতবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিজের এলাকায় দেখেননি দীপ্সিতা ধর। এমন কি তিনি বলিউডের মিস্টার ইন্ডিয়া ছবির প্রসঙ্গ টেনে বলেন, ঘড়ি পরলেই অনিল কাপুরের মতো উধাও হয়ে যান কল্যাণ। এলাকায় যে কাজ হয়নি সেই দিকেই ইঙ্গিত করেছেন দীপ্সিতা। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পালটা দিতে ছাড়েননি। নিজের নির্বাচনী এলাকায় হুডখোলা জিপে প্রচারে বেরিয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন– আমি শুনেছি আমাকে […]


আরও পড়ুন Serampore: মিস্টার ইন্ডিয়া vs মিস ইউনিভার্স, শ্রীরামপুরে চরমে দুই প্রার্থীর বাকযুদ্ধ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম